ময়মনসিংহের নান্দাইলে ইজিবাইক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার চৌরাস্তা বাজারের উত্তর পাশে বাঁশহাটি নামক স্থানে আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইজিবাইকের যাত্রী নান্দাইলের বাঁশহাটি গ্রামের বাবর আলীর ছেলে মো. শাহাব উদ্দিন (৪৫) ও অজ্ঞাতনামা মো. আব্দুল খালেক (৭০)।
এছাড়া ওই দুর্ঘটনায় নান্দাইলের শিমুলতলা গ্রামের আবুল হাশেমের ছেলে মজিবুর রহমান (৩৫) গুরুতর আহত হয়েছেন। তবে ইজিবাইক ও মাইক্রোবাসচালক উভয়েই কৌশলে পালিয়ে গেছে।
স্থানীয়রা জানান, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। আব্দুল খালেক ঘটনাস্থলেই নিহত হন।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, জনতার হাতে আটককৃত মাইক্রোবাসটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। উক্ত ঘটনায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।