fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাগাজীপুরগাজীপুর সিটি ও কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুর সিটি ও কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

গাজীপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম ফরহাদ হোসেন। তার বাসা গাজীপুর সিটি কর্পোরেশনের বাঘিয়া এলাকায়। তিনি বাসের লাইনম্যান হিসেবে কাজ করতেন।

শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ দিয়ে হাটছিলেন ফরহাদ হোসেন। এসময় পেছন থেকে একটি বাস তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ফরহাদকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

সালনা হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মীর গোলাম হোসেন সংবাদের সত্যতা নিশ্চিত করেছেন।

এদিকে একইদিন বিকেলে গাজীপুর সিটি কর্পোরেশনের সালনা এলাকার দিদার পেট্রোলপাম্পের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় এক ব্যক্তিকে (৫৫) সজোরে ধাক্কা দেয় একটি কাভার্ড ভ্যান।

এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। নিহতের পরিচয় জানা যায় নি বলে জানিয়েছেন জিএমপি সদর থানার এস আই ইমতিয়াজ হোসেন।

খবর পেয়ে পুলিশ উভয় ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments