গাইবান্ধায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ফয়সাল মামুন (৩৬) নামে এক ট্রাফিক সার্জেন্টের মৃত্যু হয়েছে। মৃত মামুন গাইবান্ধা ট্রাফিক পুলিশে সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। তিনি দিনাজপুর সদরের বাসিন্দা।
মঙ্গলবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১২ টার দিকে শহরের পুরাতন জেলখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) নূর আলম সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতে শহরের পুরাতন জেলখানা এলাকায় নির্মাণাধীন ট্রাফিক পুলিশ বক্স ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের তারে জড়িয়ে ট্রাফিক সার্জেন্ট মামুনের মৃত্যু হয়। খবর পেয়ে গাইবান্ধা ফায়ারসার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করে।