স্ত্রীর পরকীয়া সহ্য করতে না পেরে বিয়ের দেড় মাসের মাথায় বিষপানে আত্মহত্যা করেছেন মাসুদ মিয়া (২৬) নামে এক যুবক। ময়মনসিংহের গফরগাঁওয়ে রবিবার দিবাগত রাত একটার দিকে উপজেলার কাঠাঁলীডিংগা গ্রামে নিজ বাড়িতে আত্মহত্যা করেন মাসুদ।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার কাঠাঁলিডিংগা গ্রামের দরিদ্র মা সকিনা বিবির (৫০) একমাত্র সন্তান মাসুদ মিয়া। পিতাহারা দরিদ্র পরিবারের মাসুদ ইঁদুর মারার বিষ ফেরি করে বিক্রি করে সংসার চালায়। গত ২৩ এপ্রিল শুক্রবার মাসুদ মিয়ার সাথে পার্শ্ববর্তী রায়ের গ্রাম এলাকার হারুন মিয়ার মেয়ে সামিরা আক্তারের (২০) বিয়ে হয়। মধ্যবিত্ত পরিবারের মেয়ে সামিরা দাখিল পাশ।
বিয়ের পর দরিদ্র স্বামীর সংসারে নিজেকে মানিয়ে নিতে পারছিলেন না তিনি। ফলে সংসারে অশান্তি লেগেই থাকতো। এক পর্যায়ে সামিরা পার্শ্ববর্তী ছয়ানি গ্রামের এক বিবাহিত পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
গত মঙ্গলবার (১ জুন) সামিরা সেই প্রেমিকের হাত ধরে বাড়ি থেকে পালিয়ে যায়। এর ৪ দিন পর সামিরা তার প্রেমিকের কাছ থেকে পিতার বাড়িতে ফিরে আসে।