fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধমোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

মোহাম্মদপুর থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাতদলের ৫ সদস্য গ্রেফতার

রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-২। গ্রেপ্তার পাঁচজন হলেন মো. সুমন ওরফে রগকাটা সুমন ওরফে চায়না সুমন (৩০), মো. জামাল উদ্দিন বাবু (২৮), মো. সজল খান (২৪), ফারুক হোসেন (৩৫) ও মো. জুয়েল (২৬)।

র‍্যাব জানায়, মারপিট করে মানুষকে আহত করা, চাঁদাবাজি, অপহরণ, জিম্মি করে টাকা আদায় ও চুরিসহ সকলে প্রকার অপরাধের সঙ্গে জড়িত গ্রেপ্তার পাঁচজন।

র‍্যাব-২-এর সহকারী পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-২-এর আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রোববার রাতে রাজধানীর মোহাম্মদপুর থানার ঢাকা উদ্যান এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ওই ডাকাত দলের পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান, দুটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি দেশীয় দা উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধান ও আসামিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানায়, তারা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য এবং একসঙ্গে সংঘবদ্ধ হয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল।

র‍্যাব সূত্রে আরও জানায়, গ্রেপ্তার মো. সুমনসহ তার সহযোগীরা রাজধানীর মোহাম্মদপুর থানাসহ  আশপাশের এলাকায় অস্ত্রের ভয় দেখিয়ে সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, মারপিট করে মানুষকে আহত করা, চাঁদাবাজি, অপহরণ, জিম্মি করে টাকা আদায়, চুরি, জমি দখল, ছিনতাই, গাড়ি চুরিসহ অত্র এলাকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত ছিল। এসব অপরাধে মো. সুমন ওরফে রগকাটা সুমনের  বিরুদ্ধে বিভিন্ন থানায় ৯টি মামলা রয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments