সাভারের আশুলিয়ায় মহাসড়কে ট্রাকের চাপায় আব্দুল কাদের জিলানী (৪২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। নবীনগর-চন্দ্রা মহাসড়কের গতকাল সোমবার রাত ১২টায় আশুলিয়া থানার এলাকায় এ ঘটনা ঘটে। তিনি আশুলিয়ার পল্লীবিদ্যুত এলাকার মৃত সৈয়দ আলীর ছেলে৷
পুলিশ জানায়, রাতে নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে নবীনগরের দিকে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন আব্দুল কাদের। এসময় একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-২০-০৭৯৩) তাকে চাপা দিলে ঘটনাস্থল থেকে গুরুত্বর অবস্থায় স্থানীয়রা তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে সাভার হাইওয়ে থানার সার্জেন্ট সজিব বলেন, ‘নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে।’