রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে পজেটিভ ৩ জন ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫ জন।
মৃতদের মধ্যে চাঁপাইনবাবগঞ্জের ৩ জন, রাজশাহীর ৪ জন ও পাবনার ১ জন। এ সময় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ৩৩ জন। তাদের মধ্যে রাজশাহীর ১৬ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৪ জন, নওগাঁর ১ জন ও নাটোরের ২ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৩ জন। হাসপাতালে ২৩২ বেডের বিপরীতে মোট ২৫৭ জন ভর্তি আছেন। আইসিইউতে আছেন ১৮ জন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বলেন, দুটি পিসিআর ল্যাবে ৩৮৫ জনের নমুনা পরীক্ষায় ১৭৯ জনেরর করোনা শনাক্ত হয়। শনাক্ত হার ৪৬ দশমিক ৪৯ শতাংশ।