রাজধানীর পল্টন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ ছয় ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তরা বিভাগ। গ্রেফতাররা হলেন- মো. হারুন অর রশিদ (৩৩), কালা মিয়া (৭৫), মো. বাছা মিয়া (৩৫), মো. ইমরান হোসেন ওরফে রাজা (৩৫), মো. জসিম উদ্দিন (৩৮) ও মুক্তা বেগম (৩৫)। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার (৮ জুন) সকালে গোয়েন্দা উত্তরা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) বদরুজ্জামান জিল্লু বলেন, সোমবার নয়াপল্টন এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে উত্তরা জোনাল টিম।
গ্রেফতাররা কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করত।
তাদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।