চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যু হয়েছে এবং আরটিপিসিআর ল্যাব, র্যাপিড অ্যান্টিজেনও জিন এক্সপার্ট টেস্টে ৪০২ জনের নমুনা পরীক্ষায় ৬৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
অন্যদিকে, চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের করোনা ওয়ার্ডে ৫২ জন রোগী চিকিৎসা নিচ্ছেন। জেলায় এ পর্যন্ত মোট ২৮১৮ জনের দেহে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর ১৪৬৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন এবং মারা গেছে ৬৫ জন।
এদিকে, চাঁপাইনবাবগঞ্জে ৭ জুনের পর আর বিশেষ লকডাউন না বাড়িয়ে জেলা প্রশাসন কঠোর বিধিনিষেধ আরোপ করলেও তা মানছে না মানুষ। বিধিনিষেধ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনেই চলাচল করছে অবাধে। বুধবার কঠোর বিধিনিষেধের ২য় দিনেও অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করেছে অটো রিকশা-সিএনজি।
প্রশাসন রিকশায় একজন যাত্রী ও সিএনজিতে দুইজন যাত্রী বহন করার শর্ত দিলেও রিকশায় দুই ও সিএনজিতে চার থেকে আট জন পর্যন্ত যাত্রী বহন করা হচ্ছে।
মোটরসাইকেলে একজন চলাচলের কথা বলা হলেও অহরহই যাচ্ছে দুইজন। তবে মার্কেটগুলোতে স্বাস্থ্যবিধি মানতে দেখা গেছে। আন্তঃজেলা বাস চলাচল বন্ধ থাকলেও অভ্যন্তরীন রুটে কম সংখ্যক বাস চলেছে।