ফরিদপুরের চরভদ্রাসনে ৬টি গাঁজার গাছ সহ শহিদ মোল্যা (৪৭) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে তাকে আটক করা হয়। বুধবার দুপুর ১২টার দিকে তাকে আদালতে পাঠানো হয়।
চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক সৈয়দ আওলাদ হোসেন জানান, গাঁজা চাষ হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহিদকে আটক করা হয়। পরে শহিদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির সাথে গো-খাদ্য হিসেবে চাষ করা ঘাস ক্ষেত হতে তাজা ৬টি গাঁজা গাছ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।