fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীবগুড়ানন্দীগ্রাম থানায় ৮ মাসে ৩ ওসির বদলি

নন্দীগ্রাম থানায় ৮ মাসে ৩ ওসির বদলি

বগুড়ার নন্দীগ্রাম থানায় আট মাসে তিনজন অফিসার ইন চার্জ (ওসি) বদলি করা হয়েছে। সর্বশেষ ৩ জুন কামরুল ইসলামকে বদলি করে জেলার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদকে ওসি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, পুলিশের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে গত বছরের ২৫ নভেম্বর নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শওকত কবিরকে বদলি করে কুষ্টিয়া সদরের দায়িত্ব দেয়া হয়। তার স্থলে সে দিনই নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন নাসির উদ্দিন মণ্ডল। তিনি যোগদান করার দুইদিন পরেই অন্যত্র বদলি হয়ে চলে যান। এরপরে গত ২৩ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে নন্দীগ্রাম থানায় ওসি হিসেবে যোগদান করেন কামরুল ইসলাম। ছয়মাস দায়িত্ব পালনের পর তারও চলতি মাসের গত ৩ জুন রাজশাহী জেলায় বদলির আদেশ হয়। এবার জেলার শেরপুর থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ নতুন ওসির দায়িত্ব দেয়া হয়।

এ বিষয়ে আবুল কালাম আজাদ বলেন, জনস্বার্থে আমাকে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসাবে বদলী করা হয়েছে। অচিরেই থানায় যোগদান করবো। তাই সবার দোয়া ও সহযোগিতা চাই।

নন্দীগ্রাম থানার বিদায়ী ওসি কামরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার আবেদনের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাকে বদলি করেছেন।

সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান বলেন, পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে নিয়মিত বদলি করা হচ্ছে। অন্যকোনো বিষয়ে নয়।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments