আজ শুক্রবার (১১ জুন) আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারামুক্তি দিবস। দীর্ঘ প্রায় ১১ মাস কারাভোগের পর এদিন মুক্তি পান তিনি।
২০০৭ সালের ১৬ জুলাই তাকে গ্রেপ্তার করা হয়। ২০০৮ সালের ১১ জুন জাতীয় সংসদ ভবন চত্বরে স্থাপিত বিশেষ কারাগার থেকে মুক্তি পান শেখ হাসিনা।
গণতন্ত্র আর ভোটের অধিকার রক্ষায় দলনিরপেক্ষ ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার দাবিতে ২০০৬ সালে রাজপথে নামে আওয়ামী লীগ।
বিএনপি-জামায়াত জোট সরকার পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হন সেই জোটেরই রাষ্ট্রপতি ইয়াজ উদ্দিন আহমেদ। তুমুল আন্দোলনে তিনি পদত্যাগে বাধ্য হলে দৃশ্যপটে আসে এক এগারোর সরকার। ড. ফখরুদ্দিন আহমেদকে করা হয় প্রধান উপদেষ্টা। নেপথ্যে ছিলেন সেনাপ্রধান মঈনউদ্দিন আহমেদ।
দুর্নীতি বিরোধী অভিযানের নামে আটক করা হয় একের পর এক রাজনৈতিক নেতাকে। এর মাঝেই গ্রেফতার হন শেখ হাসিনা। দেশি-বিদেশি নানা মহলের চাপে তাকে প্যারোলে মুক্তি দিতে বাধ্য হয় মঈনুদ্দিন-ফখরুদ্দিন সরকার।