fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঢাকাঢাকা সিটি'দৈনিক সচেতন বার্তা'র সম্মানিত গ্রাহক,পাঠক,বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি বৈশাখী শুভেচ্ছা, অভিনন্দন-...

‘দৈনিক সচেতন বার্তা’র সম্মানিত গ্রাহক,পাঠক,বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী সবাইকে জানাচ্ছি বৈশাখী শুভেচ্ছা, অভিনন্দন- নির্বাহী সম্পাদক

বৈশাখের শক্তিতে মঙ্গল আর শুভ যেন ভরিয়ে দেয় সবার জীবন। একই শক্তিতে বাঙালি যেন পরাভূত করতে পারে সব অশুভ শক্তিকে। ধর্মান্ধ অপশক্তির কূট ষড়যন্ত্রের জাল ভেদ করবার আর কুসংস্কার ও কুপমণ্ডকতার বিরুদ্ধে লড়াই করবার অনুপ্রেরণা নিবো এবং সকলেই হবো ঐক্যবদ্ধ।

থাকবো সত্যের সাথে, অন্যায়ের প্রতিবাদে। নিজে সচেতন হবো, অপরকে সচেতন হতে সহযোহিতা করে দেশের বর্তমান অগ্রযাত্রায় রাখবো অবদান। আজকের দিনে এই হোক মোদের অঙ্গীকার।

থাকুন সচেতন বার্তার পাশে, আমাদেরই সাথে। মহান স্রষ্ঠা সকলকে সুস্থ রাখুক, দীর্ঘজীবি করুক সেই কামনায়-
নির্বাহী সম্পাদক
দৈনিক সচেতন বার্তা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments