এতদিন অনলাইনে টাকা চালাচালি করত, এবার সোনাও কেনাবেচা করবে গুগলের পেমেন্ট অ্যাপ ‘গুগল পে’৷ চলতি সপ্তাহেই ভারতীয় সংস্থা এমএমটিসি-পিএএমপির সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে আন্তর্জাতিক সংস্থাটি। যার ফলে এবার গুগল পে’র মাধ্যমে সোনা কেনাবেচাও করতে পারবেন এই পেমেন্ট অ্যাপের ব্যবহারকারীরা।
গুগলের তরফে জানানো হয়েছে, এলবিএমএ ভারতের একমাত্র নির্ভরযোগ্য সোনা শোধনাকারক সংস্থা৷ তাঁদের সঙ্গে সংস্থা জোট বাঁধার ফলে, এবার ‘গুগল পে’র মাধ্যমে খাঁটি ২৪ ক্যারেটের সোনা ক্রয় করা যাবে। গুগল পে’র ভারতীয় অধিকর্তা অম্বরিশ কেনঘে বলেন, ‘‘ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের সঙ্গে ওতপ্রতভাবে যুক্ত রয়েছে সোনা। সেকারণেই স্বর্ণ ব্যবসার দিক দিয়ে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ। বিয়ে থেকে শুরু করে অন্নপ্রাশন যেকোনও অনুষ্ঠানে সোনা ক্রয়ের রীতি রয়েছে এদেশে৷ এবার সেই কাজকে আরও সহজ করে দেবে ‘গুগল পে’। এতদিন পেটিএম, মোবিকুইক এবং ফোন পে’র মতো অ্যাপের মাধ্যমেও এই সোনা কেনাবেচা করা যেত৷ এবার সেই সুবিধা যুক্ত হচ্ছে গুগল পে’তেও৷
মার্কিন সংস্থার দাবি, তাদের অ্যাপ ব্যবহার করে সোনা কিনলে ব্যবহারকারীর সমস্ত তথ্য নিরাপদ থাকবে। পাশাপাশি, সঠিক দামে ট্রেন্ডি ও খাঁটি সোনার গয়না অ্যাপের মাধ্যমে কিনতে পারবেন ব্যবহারকারীরা। তবে গুগলের এই পরিষেবা সম্পর্কে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যার উত্তরে গুগলের মুখপাত্র জানিয়েছেন, “ইউনাইটেড পেমেন্ট ইন্টারফেস পরিকাঠামোর মাধ্যমে ‘গুগল পে’ এই পরিষেবা প্রদান করে থাকে। বিধিবদ্ধ নিয়ম ও নিরাপত্তা মেনেই তা করা হয়৷ এবং এই পরিষেবা দানের জন্য কোনও লাইসেন্সের প্রয়োজন হয় না।’’