ভারতে করোনা সংক্রমণ কিছুটা কমলেও মৃত্যুহার এখনও কমেনি। প্রতিদিই মারা যাচ্ছেন হাজার হাজার মানুষ। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাস মৃত্যু হয়েছে চার হাজার জনের। আর শনাক্ত হয়েছে ৮৪ হাজার ৬৯৫ জন।
এর আগের দিন শনাক্ত হয়েছিল ৯১ হাজার ২৬৬ জন ও মারা যান তিন হাজার ৪০২ জন।
দেশটিতে এখন পর্যন্ত করোনায় মৃত্যু দাঁড়িয়েছে তিন লাখ ৬৭ হাজার ৯৭ জন। আর শনাক্ত হয়েছে দুই কোটি ৯৩ লাখ ৫৮ হাজার ৩৩ জন এবং সুস্থ হয়ে উঠেছে দুই কোটি ৭৯ লাখ এক হাজার ৬৮৮ জন।
করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৯০ হাজার ৩০১ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৪ হাজার ৩১৭ জনের।