মানিকগঞ্জে ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় অ্যাম্বুলেন্স চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার সকাল পৌনে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন অ্যাম্বুলেন্স চালক।
গোলড়া হাইওয়ে থানার অফিসার ইন চার্জ (ওসি) মনিরুল ইসলাম দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ‘মোটরসাইকেল এবং অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী মারা যান। ’
তাৎক্ষণিকভাবে ওই পুলিশ কর্মকর্তা দুর্ঘটনায় আহত ও নিহতদের নাম-পরিচয় জানাতে পারেননি। তবেতাদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।