fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালরামেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

রামেক হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে আরও চারজন মারা গেছেন। তাদের মধ্যে একজন করোনায় এবং তিনজন উপসর্গ ছিল।

করোনায় মারা যাওয়া একমাত্র রোগী চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা। এছাড়া উপসর্গ নিয়ে মারা যাওয়া তিনজনই রাজশাহীর।

রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস জানান, চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১১ জুন) সকাল ৯টা থেকে শনিবার (১২ জুন) সকাল ৯টার মধ্যে হাসপাতালের করোনা ইউনিটে চারজন মারা গেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের ১৬ নম্বর ওয়ার্ডে দুজন, আইসিইউতে একজন এবং ১ নম্বর ওয়ার্ডে একজনসহ মারা গেছেন। তাদের মধ্যে একজন ছিলেন করোনা আক্রান্ত।অপর তিনজনের করোনা উপসর্গ ছিল। স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের পরামর্শ দেয়া হয়েছে।

উপপরিচালক আরও বলেন, ২৭১ শয্যার রামেক হাসপাতালের করোনা ইউনিটে শনিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ২৮৯ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ১৮ জন। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ২৫ জন। হাসাপাতল ছেড়েছেন ৩৩ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments