fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশযশোরযশোরে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৫ জন

যশোরে গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ৩, শনাক্ত ৩৫ জন

শনিবার (১২ জুন) যশোর জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ৩৫ জনের করোনা শনাক্ত হয়েছে। যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৩ জন। এর মধ্যে একজন করোনা ডেডিকেটেড ইউনিটে এবং অপর দুজন আইসোলেশন ওয়ার্ডে ভর্তি ছিলেন।

এদিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মো. সায়েমুজ্জামান জানান, নমুনা সংগ্রহের হার কম থাকায় শনিবার শনাক্তের হার কম। তবে শনাক্তের হার এখনও উদ্বেগজনক। যে কারণে করোনা নিয়ন্ত্রণে প্রতিনিয়ত সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করছে প্রশাসন। স্বাস্থ্যবিধি না মানায় গত ২৪ ঘণ্টায় ৩৮টি মামলা দিয়ে জরিমানাও আদায় করা হয়েছে এবং এ অভিযান আজও অব্যাহত থাকবে বলে জানান তিনি।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments