fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধকুষ্টিয়ায় গুলি করে নারী ও শিশুসহ ৩ জনকে হত্যা

কুষ্টিয়ায় গুলি করে নারী ও শিশুসহ ৩ জনকে হত্যা

কুষ্টিয়ায় গুলি করে শিশু ও নারীসহ তিনজনকে হত্যা করা হয়েছে।

রোববার সকাল ১১টার দিকে শহরের কাস্টমস মোড় এলাকার একটি মার্কেটের সমানে এ ঘটনা ঘটে।

নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় অস্ত্রসহ একজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে তারা গুলির শব্দ শুনতে পান। এ সময় এক শিশুকে পেছন থেকে গুলি করলে পড়ে যায় সে। এরপর নারী ও এক পুরুষকে গুলি করা হয় কাছ থেকে। এরপর মার্কেটের ব্যবসায়ীরা ধাওয়া দিয়ে ওই হামলাকারীকে একটি বাড়ির মধ্যে আটকে রাখে।

আহতদের উদ্ধার করে কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে নেয়ার পর চিকিৎসাধীন অবস্থায় তিনজনই মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তাপস কুমার সরকার।

কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, গুলির ঘটনা জানার পর আমরা এলাকায় আসি। তিনজনকে গুলি করা হয়েছে। যে গুলি করেছিলো তাকে আমরা আটক করেছি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments