fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-ছেলে নিহত

ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে মা-ছেলে নিহত

নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক্টরের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রশিদা বেগম (৬৫) নামে এক নারী ও তার ছেলে নিহত হয়েছেন।

সোমবার সন্ধ্যায় পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রশিদা বেগম জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের খেড়কাঠি এলাকার রশিদপুর এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।

দুর্ঘটনায় জড়িত ট্রাক্টরচালক আতিকুল হককে আটক করেছে পুলিশ।

জানা যায়, সন্ধ্যা ছেলে রায়হান আলীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মা রশিদা। পাঙ্গা মটকপুর ইউনিয়নের মটকপুর এলাকায় বিপরীত দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক্টর তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যান রশিদা। এ সময় আহত হন ছেলে রায়হান।

ডোমার থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, নিহত ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক্টরটি জব্দ করা হয়েছে বলে জানান ওসি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments