fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঅন্যান্যহিন্দি সিরিয়ালের বঙ্গললনা মৌনী রায়ের বলিউডের সিরিয়ালে অক্ষয়-আমির-রনবীর

হিন্দি সিরিয়ালের বঙ্গললনা মৌনী রায়ের বলিউডের সিরিয়ালে অক্ষয়-আমির-রনবীর

বাড়ি কোচবিহার। হিন্দি সিরিয়ালের সুপারস্টার। বলিউডে আজকে তাঁর নায়কের তালিকায় অক্ষয়-আমির-রণবীর কাপুর এর মত ষ্টাররা।

মৌনী বলেন, অবিশ্বাস্য! কোচবিহার, দিল্লি আর মুম্বই আমার কাছে তিনটে আলাদা জীবনের মতো। আমার পাশে থাকার জন্য আমি সব সময় পরিবার আর বন্ধুদের কাছে কৃতজ্ঞ থাকব। আজ পর্যন্ত যা কাজ করেছি, তাতে আমি খুব খুশি। রোজ সকালে খুশি মনে ঘুম থেকে উঠি, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।

দশ বছর টেলিভিশনের পর বলিউড। দুটোই তাঁর খুব ভাল লাগে। ফিল্ম হোক বা টিভি, তাঁর দৃষ্টিতে স্ক্রিপ্ট আর চরিত্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রতি মাসে দু’তিন দিন ছুটি, ফিল্মে কাজের সময়টা একটু ফ্লেক্সিবল, আর টিভিতে শুধু কাজ, কাজ আর কাজ। এমনটাই মতবাদ মৌনী রায়ের।

সম্প্রতি মৌনী এক সাক্ষাতকারে বলেন,”টেলিভিশন আমার বাড়ি। দশ বছর কাজ করেছি টিভিতে। ভাল ভাল কাজ পেয়েছি আর কাজটা উপভোগ করেছি। ফিল্মেও করছি। সবে তো বছর দেড়েক হল ছবি করছি। আর কোথায় কী পরব সেটা আমার স্টাইলিস্ট ঠিক করে। ওরা যা দেয়, পরে ফেলি। অ্যাওয়ার্ড ফাংশনে কী পরব সেটা নিয়ে ভাবনাচিন্তা করতে হয়। কিন্তু এয়ারপোর্টে কী পরব সেটা নিয়ে মাথা ঘামাব কেন? আমার জীবনে আরও অনেক স্ট্রেস রয়েছে। তাই এসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না।

অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গ নিয়ে বলেছেন,
এটা একরকম স্বপ্ন সত্যি হওয়ার মতো অভিজ্ঞতা! ওঁর সঙ্গে কাজ করার সুযোগ যে পেয়েছি, তাতেই আমি খুব খুশি।”

নিজের ইচ্ছে প্রকাশ করে বলেন, বেশ ভাল একটা ভারতীয় ব্রডওয়ে মিউজিক্যাল ছবিতে কাজ করতে চাই, যেখানে নাচ করার ভাল সুযোগ পাব, বিশেষত কত্থক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments