বান্দরবানের লামায় অন্তঃসত্ত্বা এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (১৭ জুন) দুপুর ২টায় নিজ বাড়িতে বিষপান করলে রাত ৮টায় চকরিয়া সরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
বিষপানে মারা যাওয়া মরিয়ম আক্তার (২৮) লামা পৌরসভার ৯নং ওয়ার্ডের মো. নুরুজ্জামানের স্ত্রী ও পৌরসভার ৬নং ওয়ার্ডের মো. মোজাহের উদ্দিন ও আনোয়ারা বেগমের মেয়ে। মরিয়ম এক মেয়ে ও এক ছেলের জননী।
নিহত মরিয়মের ভাই জানান, তার বোনজামাই মো. নুরুজ্জামানের সঙ্গে এক নারীর পরকীয়া সম্পর্ক ছিল। গত দুই বছর বোনকে বাবার বাড়িতে পর্যন্ত আসতে দেয়নি। স্বামীর নির্যাতন ও তার পরকীয়া সম্পর্ক থাকায় রাগ করে বিষপান করে সে।
বৃহস্পতিবার দুপুর ২টায় স্বামীর বাড়িতে মরিয়ম বিষপান করে জানিয়ে তিনি আরও বলেন, তাকে লামা সরকারি হাসপাতালে আনা হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রোগীর শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালে রেফার করে। তখন রোগীর স্বজনরা তাকে পার্শ্ববর্তী চকরিয়া সিটি হাসপাতালে নিয়ে যান। সিটি হাসপাতালে চিকিৎসা না পেয়ে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রাত ৮টায় তাকে মৃত ঘোষণা করেন।
লামা থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান জানান, নিহত গৃহবধূর লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে।