ঢাকার কদমতলী এলাকার একটি বাড়ি থেকে এক পরিবারের তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে পুলিশ খবর পেয়ে লাশ তিনটি উদ্ধারের পর ওই পরিবারের এক সদস্যকে গ্রেপ্তার করেছে।
নিহতরা হলেন- গৃহকর্তা মাসুদ রানা (৫০), তার স্ত্রী মৌসুমী ইসলাম (৪০) ও মেয়ে জান্নাতুল (২০)।
মাসুদ ও মৌসুমীর আরেক মেয়ে মেহজাবিনকে (৩০) পুলিশ গ্রেপ্তার করেছে।
কদমতলী থানার অফিসার ইন চার্জ (ওসি) জামাল উদ্দীন মীর সচেতন বার্তাকে বলেন, “গৃহকর্তা মাসুদ রানা, তার স্ত্রী মৌসুমী ও কন্যা জান্নাতুলকে আমরা বাসার ভেতর মৃত অবস্থায় পাই। তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে ধারণা করছি।”
মেহজাবিনকে গ্রেপ্তারের কথা জানালেও এ বিষয়ে আর কিছু তাৎক্ষণিকভাবে বলতে চাননি পুলিশের এই কর্মকর্তা।
তিনি বলেন, “তদন্ত না করে এ মুহুর্তে বলা সম্ভব নয়”।