আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দেওয়ায় নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) এক কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল শনিবার দুপুরে পরিকল্পনা উন্নয়ন ও ওয়ার্কস (ডিপিডি) বিভাগের সহকারী পরিচালক জিয়াউর রহমান ওরফে সম্রাটকে (৩৫) গ্রেফতার করে কবিরহাট থানার পুলিশ।
আরও পড়ুনঃ নোবিপ্রবি কর্মকর্তার বিরুদ্ধে ওবায়দুল কাদেরকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগ
এর আগে শুক্রবার রাতে কবিরহাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বাদী হয়ে সম্রাটের বিরুদ্ধে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সম্রাট কবিরহাট উপজেলার ঘোষবাগ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তমপুর লামছি গ্রামের ইউসুফ ভুঁইয়ার ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, ১৭ জুন রাত ১২টা ৮ মিনিটের দিকে সম্রাট তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওবায়দুল কাদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করে স্ট্যাটাস দেন। এ ধরনের স্ট্যাটাস মন্ত্রীর মানসম্মান ক্ষুণ্ন করে।
আরও পড়ুনঃ নোবপ্রবির কর্মকর্তার মদ্যপানের ছবি ভাইরাল
সম্রাটকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জেলার পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
জিয়াউর রহমান ওরফে সম্রাটের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ প্রসঙ্গে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. দিদার-উল-আলম বলেন, একজন সরকারি কর্মকর্তা হিসেবে সিনিয়র মন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে কটূক্তি করে স্ট্যাটাস দিয়ে যে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন, সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।