ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় রিকশা আরোহী মাজেদা বেগম (৩৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী রিকশাচালক ফরিদ মিয়া।
আজ রবিবার দুপুর ১টার দিকে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাজেদা বেগম শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের রামনগর গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।
হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ি থেকে নিজেদের রিকশা নিয়ে স্বামী-স্ত্রী তাদের একটি জমি দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে রবংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সামনে থেকে তাদের রিকশাকে চাপা দেয় ঢাকাগামী ঈগল পরিবহনের একটি বাস। এতে ঘটনাস্থলেই মাজেদা বেগম মারা যান। আহত হয়েছেন তার স্বামী ফরিদ মিয়া।
বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইন চার্জ (ওসি) রিয়াদ মাহমুদ জানান, দুর্ঘটনার পর ঈগল পরিবহনের বাসটি ঘটনাস্থলে রেখে চালক ও তার সহযোগী পালিয়েছে। নিহতের লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নেওয়া হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।