বগুড়ার শেরপুর উপজেলায় শ্রীমতি সুন্দরী তাঁতি (৫৫) নামের এক আদিবাসী নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার সকালে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের হাতিগাড়া গ্রামে বসতবাড়ির নিজ শয়নকক্ষ থেকে নিহতের লাশটি উদ্ধার করা হয়। সেই সঙ্গে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ায় পাঠানো হয়েছে। নিহত শ্রীমতি সুন্দরী তাঁতি ওই গ্রামের মনি তাঁতির স্ত্রী।
শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম জানান, গতকাল রোববার সন্ধ্যার দিকে বাড়ির লোকজন শ্রীমতি সুন্দরী তাঁতিকে ডাকাডাকির পর কোনো সাড়া শব্দ না পেয়ে ঘরের ভেতরে ঢুকে শয়নকক্ষের তীরের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে থানায় সংবাদ দেওয়া হলে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
এসআই রবিউল ইসলাম আরও জানান, পারিবারিক কলহের জের ধরে ওই নারী ঘরের তীরের সঙ্গে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে মৃত্যুর সঠিক কারণ ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়া গেলেই কেবল এটি হত্যা না আত্মহত্যা, তা সঠিক করে বলা সম্ভব হবে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।