রাজধানীর কদমতলী এলাকা থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ গৌরাঙ্গ চন্দ্র সরকার (৪৫) নামে কালোবাজারি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় তার কাছ থেকে চার হাজার ২৪৮ পিস বিদেশি সিগারেট জব্দ করা হয়।
সোমবার (২১ জুন) দুপুরে র্যাব-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এনায়েত কবীর সোয়েব গণমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি বলেন, রোববার র্যাব-১০-এর একটি আভিযানিক দল রাজধানীর কদমতলী থানার দনিয়া শনি মন্দির মার্কেট এলাকায় অভিযান চালিয়ে বিদেশি সিগারেটসহ সিগারেট কালোবাজারি চক্রের সদস্য গৌরাঙ্গ চন্দ্র সরকারকে গ্রেফতার করে।
গ্রেফতারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে তিনি জানান, গৌরাঙ্গ চন্দ্র সরকার একজন পেশাদার সিগারেট কালোবাজারি চক্রের সদস্য। তিনি বেশ কিছুদিন ধরে অবৈধভাবে দেশি ও বিদেশি বিভিন্ন ব্রান্ডের সিগারেট কালোবাজারি ও চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে মজুত ও বিক্রি করতেন।
গ্রেফতার গৌরাঙ্গ চন্দ্র সরকারের বিরুদ্ধে কদমতলী থানায় মামলা করা হয়েছে বলে জানান তিনি।