রাজধানীর খিলগাঁওয়ের উত্তর বাসাবো ঝিলপাড় মসজিদের পাশের ড্রেনে এক যুবক (২০) পড়ে গেছেন। আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয়রা বলছেন, তিনি ওই ড্রেন থেকে বোতল কুড়াতে গিয়ে সেখানে পড়ে যান এবং নিখোঁজ হন।
ফায়ার সার্ভিসের খিলগাঁও স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দৈনিক আমাদের সময় অনলাইনকে জানান, ফায়ার সার্ভিস সদর দপ্তরের একটি ডুবুরি দল সেখানে উদ্ধার অভিযান পরিচালনা করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো নিখোঁজ ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। উদ্ধার অভিযান চলমান আছে।