রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন শুক্রাবাদ এলাকার একটি বাসায় ১৭ নং ওয়ার্ড কলাবাগান শাখার সাবেক ছাত্রলীগের সেক্রেটারি মো. রুবেল (৩৫) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ সকালের দিকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহতের ছোট ভাই ওসমান গনি জানান, আমার ভাই ১৭ নম্বর ওয়ার্ড কলাবাগানের সাবেক ছাত্রলীগের সেক্রেটারি ছিলেন। আমার ভাই সিটি কর্পোরেশনের ময়লার টেন্ডার পেয়ে সেই কাজ করতেন। এই টেন্ডার টি এখন জোরপূর্বক ১৭নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সেক্রেটারি শিশির দুয়ারী এই টেন্ডার টা নিয়ে নেয়। এই নিয়ে তাকে ছেড়ে দিতে বলে। এমন সময় হুমকি ধামকি প্রয়োগ করে। নিহত রুবেল বলেছিলেন, আমি প্রায় ১০ মাস যাবৎ করছি আর কয়েকটি মাস করার পরেই আমি ছেড়ে দেবো।
আমার ভাই ঋণগ্রস্ত ছিল, এই সব নিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিল। আর সব সময় বলতো এখন আমি কি করব কিভাবে টাকা উপার্জন করবো। আমি আমার ঋণের টাকা কিভাবে শোধ করব। এই নিয়ে নানান টেনশনে নিজ রুমে গিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
তিনি আরো জানান, নিহত রুবেল বরিশাল জেলার হিজলা থানার মৃত আবদুল মালেকের সন্তান। বর্তমানে শেরেবাংলা নগরের শুক্রাবাদ ৬২/১ নম্বর বাসায় ভাড়া বাসায় পরিবারের নিয়ে থাকতেন। নিহতরা দুই ভাই এক বোন ছিল সবার মধ্যে বড়। ছয় মাস আগে এসে বিয়ে করে স্ত্রী লাবনী আক্তারকে।