সাতক্ষীরা সদর হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন করোনায় বাকি সাতজন করোনার উপসর্গ নিয়ে মারা যান। মঙ্গলবার মারা যান আরও ১০ জন। গত দুদিনে জেলায় ১৮ জনের মৃত্যু হয়েছে।
সাতক্ষীরার সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, গত দুদিনে ১৮ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুই জনের করোনা পজিটিভ ছিল। সাতক্ষীরার মেডিকেল কলেজ হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
গড়ে প্রতিদিন ৪-৫ জন করে করোনা উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করছেন। প্রতিদিন আক্রান্ত হচ্ছে ৪৫-৫০ জন। মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর ঠাঁই দেয়ার মতো জায়গা হচ্ছে না ।