fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধরাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্য গ্রেপ্তার

রাজধানীর মুগদায় ‘কিশোর গ্যাংয়ের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বুধবার এক সংবাদ সম্মেলনে ঢাকা মহানগার পুলিশের মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গ্রেপ্তার কিশোররা ‘চাঁন-জাদু’ ও ‘ব্যান্ডেজ’নামে দুটি গ্যাংয়ের সদস্য।

সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মো. আবদুল আহাদ বলেন, আটকরা বিভিন্ন অনলাইন গেইমের নামে সমবয়সী কিশোরদের সংঘবদ্ধ করে জুয়া খেলতে উৎসাহ দেয়। এছাড়া তারা চুরি, ছিনতাই ও চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত।

আবদুল আহাদ জানান, মতিঝিল এলাকায় সক্রিয় কিশোর গ্যাং ‘চাঁন জাদু’ গ্রুপ ও ‘ব্যান্ডেজ’ গ্রুপের সদস্যদের তালিকা করে তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, গ্রেপ্তার কিশোররা বিভিন্ন স্থানে মারামারিতে লিপ্ত হত। রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করত।

দুটি গ্যাংয়ের গ্রেপ্তার ৫ সদস্যের বিরুদ্ধে মুগদা থানায় আলাদা দুটি মামলা হয়েছে বলেও জানান উপ-পুলিশ কমিশনার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments