কুমিল্লার চান্দিনায় ১৬ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারা হলেন, দিনাজপুর সদর উপজেলার আহাম্মদ আলী ছেলে মো. নাহিদ হাসান নাসিম (১৯), আবদুস সাত্তার ছেলে মো. মানিক হাসান (১৮), আবুল কাশেমের ছেলে মোস্তাকিম (১৯) ও কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার পশ্চিম চান্দলা গ্রামের হারুন মিয়া ছেলে মো. লিটন (৪৪)।
শুক্রবার (২৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।
চান্দিনা থানার অফিসার ইন চার্জ (ওসি) সামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃহস্পতিবার (২৪ জুন) গোপন সাংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা পৌর রাস্তায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের ব্যাগ তল্লাশী করে ১৬ কেজি গাঁজা জব্দ করা হয়।
শুক্রবার (২৫ জুন) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর দুপুরে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।