রাজধানীর কদমতলীতে স্বামী-স্ত্রী ও তাদের ছোট মেয়েকে খুনের মামলায় ওই দম্পতির বড় মেয়ে মেহজাবিন ইসলাম মুনের স্বামী শফিকুল ইসলাম অরন্য দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে।
শুক্রবার (২৫ জুন) শফিকুল স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলাটির তদন্ত কর্মকর্তা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তার জবানবন্দি রেকর্ড করেন। এরপর তাকে পুনরায় কারাগারে পাঠানো হয়।
এর আগে, এদিন এ মামলার ৩ দিনের রিমান্ড শেষে শফিকুলকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) জাকির হোসাইন। আদালতে কদমতলী থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মো. শাহিন এসব তথ্য জানিয়েছেন।
এছাড়া নিজ বাবা, মা ও বোনকে খুনের একই মামলায় বৃহস্পতিবার (২৪ জুন) আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় মেহজাবিন ইসলাম মুন