সরিষাবাড়ী-ঢাকা মহাসড়কে বাসের ধাক্কায় দুই মটরসাইকেলআরোহী নিহত হয়েছে। শুক্রবার সরিষাবাড়ী পৌর এলাকার বাউসী বাঙ্গালী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাদারগঞ্জ গামী রাজিব পরিবহনের একটি বাস বাউসী বাঙ্গালী নামক স্থানে একটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলচালক কবির (২০) ও আরোহী সেলিম (২২) ঘটনাস্থলেই নিহত হয়।
মৃত কবিরের বাড়ি উপজেলার কামরাবাদ ইউনিয়ন ডিগ্রীপাচবাড়ী ও সেলিম মিয়ার বাড়ি টাংগাইলের মধুপুরে।
সরিষাবাড়ী থানা পুলিশ সড়ক দুর্ঘটনায় দু’জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন