fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িজাতীয়অপরাধনারায়ণগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ৫ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জে র‍্যাবের পৃথক অভিযানে ৫ চাঁদাবাজ আটক

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে পৃথক অভিযান চালিয়ে পাঁচজন চাঁদাবাজকে আটক করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে চাঁদাবাজির ১৬ হাজার ৫২৫ টাকা ও পাঁচটি মোবাইল জব্দ করা হয়।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো র‍্যাব-১১ এর এএসপি সম্রাট তালুকদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে শুক্রবার রাত ৮টায় সিদ্ধিরগঞ্জের নতুনবাজার হাজিবাড়ী রোড এলাকা থেকে তিন জন ও রাত সাড়ে ৮টায় মুক্তিনগর এলাকা থেকে দুইজনকে আটক করা হয়।

আটকরা হলেন- আল-আমিন (২৭), মিজানুর রহমান মিজান (২৪), সজিব ভুইয়া (২০), রফিকুল ইসলাম (৩০) ও ফুল মিয়া (৩০)।

র‍্যাব জানায়, আটক আল-আমিন, মিজান ও সজিব সিদ্ধিরগঞ্জের নতুন বাজার হাজিবাড়ী রোড মুক্তিযোদ্ধা মার্কেটের সামনে ভাসমান দোকানের মালিকদের হুমকি দিয়ে দোকান প্রতি দৈনিক ২০০ থেকে ৩০০ টাকা করে চাঁদা আদায় করে আসছিলেন।

অন্যদিকে আটক রফিকুল ও ফুল মিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত পরিবহনের চালক ও হেলপারদের হুমকি দিয়ে পরিবহন প্রতি দৈনিক ১০০ থেকে ২০০ টাকা চাঁদা আদায় করতেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান সম্রাট তালুকদার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments