fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িঘটনা-দুর্ঘটনাযশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ ৪ জন নিহত

যশোরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষ ৪ জন নিহত

যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার ধোপাখোলা এলাকায় ট্রাক ও মাইক্রোবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। দুর্ঘটনায় নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

আজ রবিবার দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার নিমতলা নামক স্থানে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর আহত একজনকে একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন।

হাসপাতাল ও স্থানীয়রা জানান, আজ দুপুর ১২টার দিকে যশোর-বেনাপোল সড়কের ঝিকরগাছা উপজেলার নিমতলা নামক স্থানে ১০ চাকার একটি ট্রাকের সাথে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে মাইক্রোতে থাকা তিনজন ঘটনাস্থলেই মারা যান। আর আহত হন আরও দুইজন। তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও একজন মারা যান।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments