রাজধানীর তুরাগ এলাকায় দুই পেট্রল পাম্পকে ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে মোট এক লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
রোববার (২৭ জুন) ঢাকা মহানগরীর তুরাগ এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ইস্টওয়েস্ট ফিলিং স্টেশন-১ জ্বালানি তেল পরিমাপে একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৪০ মিলিলিটার কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে লতিফ অ্যান্ড সন্স ফিলিং স্টেশন জ্বালানি তেল পরিমাপে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটার কম দেয়ায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয় ।
ভ্রাম্যমাণ আদালতে বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরার নেতৃত্বে ঊর্ধ্বতন পরীক্ষক মো. বিল্লাল হোসেন ও পরিদর্শক মো. ইনজামামুল হক অংশগ্রহণ করেন।