fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িরাজশাহীবগুড়াবগুড়ায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ১৫২ জন

বগুড়ায় করোনায় মৃত্যু ৭, শনাক্ত ১৫২ জন

বগুড়ায় করোনার থাবায় মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘন্টায় করোনায় জেলার তিন হাসাপাতালে পাঁচ নারীসহ সাত জন চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন।

এদের মধ্যে বগুড়ার ৩ জন এবং বাকি ৪জন অন্য জেলার বাসিন্দা। মারা যাওয়া ৭জন হলেন- বগুড়া সদরের আবু হোসেন (৬৯), লাকি ইসলাম (৬৫) ও ফরিদা আকতার (৪৬), পাবনা জেলার শিউলী খাতুন (৩৬), নওগাঁর সেলিম উদ্দিন (৭০), রংপুরের মমতাজ বেগম (৭০) এবং জয়পুরহাট জেলার রানু খাতুন (৪০)।

মঙ্গলবার (২৯ জুন) অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন। তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৩৬৮ নমুনার ফলাফলে নতুন করে ১৫২ জন করোনায় শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়েছেন ৫৯জন। নতুন আক্রান্ত ১৫২জনের মধ্যে সদরের ১০০জন, শেরপুর ৯জন, শাজাহানপুর ৯জন, সারিয়াকান্দি ৮জন, ধুনটে ৬জন, কাহালু ৪জন, দুপচাঁচিয়ায় ৪জন, গাবতলীতে ৩জন, সোনাতলায় ৩জন, শিবগঞ্জে ২জন, আদমদীঘিতে ২জন এবং নন্দীগ্রামে ২জন আক্রান্ত হয়েছেন।

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৪৭টি নমুনায় ৯১জনের, জিন এক্সপার্ট মেশিনে ১৭নমুনায় ৮জনের, এন্টিজেন পরীক্ষায় ৮৩নমুনায় ৩৯জনের এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২১নমুনায় ১৪জন করোনায় পজিটিভ শনাক্ত হয়েছেন।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১৩ হাজার ৭১২জন এবং সুস্থতার সংখ্যা ১২ হাজার ৫৫১জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে ৭জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ৩৮৬জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৭৭৫জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments