দেশে করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ১১৫ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৫০৩ জন।
এদিকে করোনায় নতুন রোগী শনাক্ত হয়েছে ৮ হাজার ৮২২ জন। যা একদিনে সর্বোচ্চ শনাক্ত। ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯ লাখ ১৩ হাজার ২৫৮ জনে।
বুধবার (৩০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে গত ২৮ জুন দেশে করোনা ভাইরাসে সর্বোচ্চ শনাক্ত হয়েছিল আট হাজার ৩৬৪ জন। এছাড়া ওই দিন এই ভাইরাসে মারা গেছে ১০৪ জন।
গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ১০৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। পরীক্ষার অনুপাতে শনাক্ত ২৫ দশমিক ১৩ শতাংশ।