fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িসারাদেশখুলনাখুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১০

খুলনায় গত ২৪ ঘন্টায় করোনায় মৃত্যু ১০

গত ২৪ ঘন্টায় খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে ৮ জন, জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে একজন এবং গাজী মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (০১ জুলাই) সকালে এসব তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট হাসপাতালের মুখপাত্ররা।

করোনা হাসপাতালের ফোকালপার্সন ডাঃ সুহাস রঞ্জন হালদার জানান, খুলনার ১৩০ শয্যা বিশিষ্ট ডেডিকেটেড করোনা হাসপাতালে গত ২৪ ঘন্টায় ৮জন রোগীর মৃত্যু হয়েছে। হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন ১৯৮জন, যার মধ্যে রেড জোনে ১০৫ জন, ইয়ালো জোনে ৪৫ জন, আইসিইউতে ২০ জন ও এইচডিসিতে ২০ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় ভর্তি হয়েছেন ৩৩ জন, আর সুস্থ হয়ে বাড়ী ফিরেছেন ৩৪ জন। মৃত ব্যক্তিরা হলেন, বাগেরহাট সদরের অমিত চক্রবর্তী (৩০), খুলনার লবনচরার আনোয়ারা বেগম (৫০), হরিণটানার কাজী সাইফুল হক (৫২), পাইকগাছার নজরুল ইসলাম (৭০) ও খুলনা সদরের সুচিত্রা রানী (৫৮)সহ করোনা উপসর্গে তিনজন।

খুলনা জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডাঃ কাজী আবু রাশেদ জানান, খুলনার ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে এক জনের মৃত্যু হয়েছে।

মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের রামপালের তিমির ঘোষ (৫০)। গত ২৪ ঘন্টায় হাসপাতালটিতে নতুন করে ভর্তি হয়েছেন ১২ জন, আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৬ জন। হাসপাতালে সকাল পর্যন্ত চিকিৎসাধীন ছিলেন ৭০ জন।

অন্যদিকে, খুলনার বেসরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান গাজী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। আজ সকালে এসব তথ্য নিশ্চিত করেন হাসপাতালটির স্বত্তাধিকারী ডাঃ গাজী মিজানুর রহমান।

তিনি জানান, আজ সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালটিতে চিকিৎসাধীন রয়েছেন আরো ৯৩ জন, এরমধ্যে আইসিইউতে রয়েছেন ৯ জন আর এইচডিইউতে আছেন ১০ জন। গত ২৪ঘন্টায় ভর্তি হয়েছেন ১৭ জন, আর সুস্থ্য হয়ে বাড়ী ফিরেছেন ৮ জন। মৃত ব্যক্তি হলেন- বাগেরহাটের মংলার চিলা বাজার কালীকাবাড়ীর বিপ্লব মন্ডল (৩৫)। গতকাল ৩৩ জনের নমুনা পরীক্ষায় ১৮ জনের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments