fbpx
শুক্রবার, ডিসেম্বর ১৩, ২০২৪
বাড়িআন্তর্জাতিকভারতে প্রানঘাতী করোনাভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়ালো

ভারতে প্রানঘাতী করোনাভাইরাসে মৃত্যু ৪ লাখ ছাড়ালো

ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে তিন কোটি চার লাখ ৫৩ হাজার ৯৩৭ জন এবং মারা গেছে চার লাখ ২৭১ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছে দুই কোটি ৯৫ লাখ ৩৬ হাজার ৮৭ জন এবং বর্তমানে আক্রান্ত অবস্থায় রয়েছে পাঁচ লাখ ১৭ হাজার ৫৭৯ জন।

ভারতে করোনায় আক্রান্তদের মধ্যে সুস্থ হওয়ার হার ৯৯ শতাংশ এবং মারা যাওয়ার হার এক শতাংশ। সে দেশে বর্তমানে করোনায় আক্রান্তদের মধ্যে গুরুতর অবস্থায় রয়েছে আট হাজার ৯৪৪ জন এবং বাকিদের অবস্থা স্থিতিশীল।

এদিকে বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে রয়েছে ভারত, ব্রাজিল, ফ্রান্স, রাশিয়া, তুরস্ক,  ব্রিটেন, আর্জেন্টিনা, ইতালি ও কলম্বিয়া।

সারা বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১৮ কোটি ৩৪ লাখ ১৪ হাজার ৬৪৫ জন এবং মারা গেছে ৩৯ লাখ ৭১ হাজার ৪৪২ জন। সূত্র : ওয়ার্ল্ডোমিটার।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments