fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িসারাদেশময়মনসিংহময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে ১৪ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় ৭ জন ও উপসর্গ নিয়ে ৭ জনের মৃত্যু হয়েছে। যা ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে মৃত্যুর সর্ব্বোচ্চ রেকর্ড। বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৮ থেকে শুক্রবার (২ জুলাই) সকাল ৮ পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন মমেক হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালট্যান্ট ও করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৭ জন করোনা আক্রান্ত ও ৭ জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

করোনায় মৃতরা হলেন, জেলার সদর উপজেলার তাসলিমা (২৮) ও ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুরের সরিষাবাড়ি উপজেলার সেলিনা (৫০) ও জামালপুর সদরের আজিজুন নাহার (৩২), শেরপুর সদর উপজেলার হানিফ মিয়া (৬০), নেত্রকোনার সদর উপজেলার প্রীতিলতা (৮৫), গাজীপুর শ্রীপুরের কোহিনুর (৩৮)।

উপসর্গ নিয়ে মৃতরা হলেন, ময়মনসিংহ নগরীর বিসুতুপ সাহা (৬৮) ও মোস্তাফিজুর রহমান (৬৫), ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), সদর উপজেলার আব্দুল মতিন (৫৮), ও আব্দুস সামাদ (৪৫), যশোরের জুলফিকার আলী (৮২) ও শেরপুর সদর উপজেলার আব্দুল জলিল (৭৫)।

তিনি আরও বলেন, হাসপাতালের করোনা ইউনিটের আইসিইউতে ১৩ জনসহ মোট ২৩৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। নতুন ভর্তি হয়েছেন ৪২ জন ও সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন।

এদিকে ময়মনসিংহ জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ও এন্টেজেন টেস্টে ৬২১ টি নমুনা পরীক্ষা করে নতুন শনাক্ত হয়েছেন ১৪৭ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments