সুনামগঞ্জের জগন্নাথপুরের কয়েকটি বাজারে চলমান লকডাউনে আজ শনিবার চলছিল বেচাকেনা। এসময় প্রশাসন অভিযান চালায়। পুলিশের লোকজন দেখে দোকান খোলা রেখেই চলে যান অনেকে।
শনিবার দুপুরে উপজেলার ভবেরবাজার, মিরপুর, নয়াবন্দর বাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চলে। অভিযানাকালে ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতি দেখে দোকানপাট বন্ধ করতে শুরু হয় প্রতিযোগিতা। অনেকে দোকান খোলা রেখেই পালিয়ে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপম দাশের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়। জরিমানা করা হয় আট ব্যবসা প্রতিষ্ঠানকে। এসব প্রতিষ্ঠান থেকে মোট দুই হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, বাজারের দোকানপাট খোলা রেখে কেনাবেচা চলছিল। আমাদের উপস্থিতি টের পেয়েই দোকানগুলো বন্ধ করে অনেকে পালিয়েছেন। ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় আমরা আট ব্যবসা প্রতিষ্ঠানকে অর্থদণ্ড করেছি।