কিশোরগঞ্জের কটিয়াদীতে ৯ বছরের এক শিশুকে গণধর্ষণের পর হত্যার অভিযোগে মামলা হয়েছে। শুক্রবার রাতে মেয়েটির বাবা বাদী হয়ে কটিয়াদী থানায় মামলাটি দায়ের করেন। শনিবার ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।
শিশুটির মা বলেন, শুক্রবার সকালে তার স্বামী বাড়ির পাশে নদীতে মাছ ধরতে যায়। এরপর বাবাকে খুঁজতে মেয়েও নদীর দিকে যায়। কিছুক্ষণ পর বৃষ্টি শুরু হলে মেয়েকে বাড়ি চলে যেতে বলে বাবা। বাড়ি ফেরার পথে তাদের মেয়ে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর নদীর ধারে পাটক্ষেতে হাত-পা বাঁধা ও গলায় ওড়না প্যাঁচানো লাশ পাওয়া যায়। তিনি ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। পরিবারের লোকজনের ধারণা, তাকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
কটিয়াদী থানার ওসি এস এম শাহাদাত হোসেন বলেন, ধর্ষণের পর হত্যার অভিযোগে শিশুটির বাবা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।