গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া লকডাউনে মঙ্গলবার পর্যন্ত গত ৬ দিনে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত জেলা সদরসহ উপজেলাগুলোর বিভিন্ন মার্কেট, হাট-বাজার, সড়কসহ গুরুত্বপূর্ণ স্থানে অভিযান চালিয়েছে। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় এবং অহেতুক বাইরে ঘুরাফেরা করায় মোট ১৫৪৬ জন ব্যক্তিকে ৮ লাখ ৫০ হাজার ১শ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খান জানান, মোবাইল কোর্ট পরিচালনাকালে এসব ব্যক্তিকে জরিমানা করা হয়েছে। সরকার কর্তৃক আরোপিত বিধিনিষেধ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির প্রয়াস অব্যাহত রয়েছে। করোনার সংক্রমণ রোধে লকডাউন প্রতিপালনে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিকতার সাথে কাজ করে যাচ্ছে।