রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাটকা উপদ্বীপের নিকটবর্তী ওখটস্ক সাগরে দেশটির একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এ সময় বিমানে থাকা ২৮ আরোহীর সবার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা তাস।
মঙ্গলবার (৬ জুলাই) বিমানটি কামচাটস্কির আঞ্চলিক রাজধানী পেদ্রাপাভলোভস্ক-কামচাটস্কি থেকে সাগর তীরবর্তী শহর পালানায় (কামচাটকার উত্তরাঞ্চল) যাচ্ছিল। পথিমধ্যে বিমানটির সঙ্গে এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
পেট্রোপাভ্লভস্ক-কামচাটস্কি এয়ার এন্টারপ্রাইজের সিইও আলেক্সি খারব্রভ বিমানটি খুঁজে পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, আন্তনোভ এএন-২৬ মডেলের দুই ইঞ্জিনের টার্বোপ্রোপ বিমানটি সাগরের যে অংশে আছড়ে পড়েছে সে স্থানটি চিহ্নিত করতে পেরেছে জরুরি বিভাগ।
বার্তা সংস্থা আরআইএ জানিয়েছে, বেশ কয়েকটি জাহাজ ও হেলিকপ্টার ঘটনাস্থলের দিকে রওনা হয়েছে।