গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ১০ জন এবং করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন ৭ জন। এনিয়ে ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় ৭৩৪ জনের করোনা নমুনা পরীক্ষা করে ২৩২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা শনাক্তের হার প্রায় ৩১.২২ শতাংশ।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা পজেটিভ নিয়ে ২০২ জন এবং করোনা উপসর্গ নিয়ে ৮৭ জনসহ মোট ২৮৯ জন ভর্তি রয়েছেন। জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৬৪ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩০ জন। মৃত্যবরণ করেন ২৮৬ জন।