ইরাকের নাসিরিয়ায় এক হাসপাতালে ভয়াবহ আগুনে প্রাণ গেছে কমপক্ষে ৫০ জনের। সোমবার দক্ষিণাঞ্চলীয় শহরটির আল হুসেইন হাসপাতালের করোনা ইউনিটে হয় আগুনের সূত্রপাত।
দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ২০ জনের বেশি। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, রাতে কোভিড আইসোলেশন ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ছড়িয়ে পড়ে আগুন। সোমবার রাতে এ ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। খবর বিবিসি।
হাসপাতালের একটি সূত্র বলছে, অক্সিজেন ট্যাঙ্ক বিস্ফোরিত হওয়ার পর ওই হাসপাতালে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করা হচ্ছে।
ঘটনাস্থল থেকে পোড়া লাশ বের করে আনছেন উদ্ধারকর্মীদের। ভেতরে এখনও তল্লাশি চলছে।
স্বাস্থ্য কর্মকর্তা হায়দার আল-জামিল বলেছেন, ওই ওয়ার্ডে এখনও কেউ আটকে আছেন কি না, তা দেখা হচ্ছে।
অগ্নিকাণ্ডের পর স্থানীয়রা হাসপাতালের বাইরে বিক্ষোভ শুরু করে। সোশাল মিডিয়ায় অনেকে কর্মকর্তাদের পদত্যাগের দাবি তোলেন।
ইরাকের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ আল-হালবুসি এক টুইটে বলেন, হাসপাতালের ওই অগ্নিকাণ্ড ইরাকিদের জীবন বাঁচাতে ‘ব্যর্থতারই স্পষ্ট প্রমাণ’।
এর আগে, এপ্রিলে বাগদাদের এক হাসপাতালে অক্সিজেন ট্যাংক বিস্ফোরণের ঘটনায় প্রাণ যায় ৮২ জনের।