আসন্ন ঈদ উপলক্ষে দেশে চলমান কঠোর লকডাউন আগামী ১৫ থেকে ২৩ জুলাই পর্যন্ত শিথিল করা হয়েছে। মঙ্গলবার (১৩ জুলাই) সকালে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, ২৩ জুলাই ভোর ৬টা থেকে থেকে ৫ আগস্ট রাত ১২টা পর্যন্ত পর্যন্ত দেশে ফের কঠোর লকডাউন বহাল থাকবে।
এদিকে, সোমবার (১২ জুলাই) জনপ্রশাসন অধিদপ্ত থেকে জানানো হয়েছে সীমিত আকারে গণপরিবহন চালু ও দোকান খোলার অনুমতি চেয়ে একটি প্রস্তাবনা সরকারের শীর্ষ পর্যায়ে পাঠানো হয়েছে। প্রস্তাবটি সরকারের শীর্ষ পর্যায়ের অনুমোদনের অপেক্ষায় আছে বলে জানানো হয়েছিল।
দেশে করোনার ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার নিয়ে উদ্বেগ তৈরি হওয়ার পর গত ১ জুলাই হতে এক সপ্তাহের কঠোর লকডাউন জারি করা হয়। পরে এই লকডাউনের মেয়াদ আরও এক সপ্তাহ বাড়ানো হয়।