fbpx
বৃহস্পতিবার, ডিসেম্বর ১২, ২০২৪
বাড়িখেলাধুলাঅলিম্পিকের প্রথম ম্যাচে ৪-২ গোল ব্যবধানে ব্রাজিলের জয়

অলিম্পিকের প্রথম ম্যাচে ৪-২ গোল ব্যবধানে ব্রাজিলের জয়

সদ্য শেষ হওয়া কোপা আমেরিকার ফাইনালে চিরপ্রতিদন্ধী আর্জেন্টিনার কাছে হারলেও, ব্রাজিল অলিম্পিকে দাপট দেখিয়েই শুরু করল। তারা প্রথম ম্যাচে জার্মানিকে ৪-২ ব্যবধানে হারিয়েছে। এই জার্মানিকে হারিয়েই গত বার অলিম্পিক্সে সোনা জিতেছিল ব্রাজিল।

আর এবারের আসরেও প্রথম ম্যাচে একই প্রতিপক্ষর জালে গুনে গুনে চার গোল দিয়ে দুই গোল হজমও করলো সেলেসাওরা।

শুরুতেই তিন গোল দিয়ে ম্যাচের মাত্র ৩০ মিনিটেই হ্যাটট্রিক সম্পূর্ণ করে ব্রাজিলের জয় কার্যত নিশ্চিত করে দেন রিচার্লিসন। যদিও কোপা আমেরিকায় তাঁকে সেভাবে ছন্দে পাওয়া যায়নি। কিন্তু অলিম্পিকের প্রথম ম্যাচেই যেনো তিনি জ্বলে উঠলেন।

এদিন ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দিতে পারতেন ম্যাথিয়াস কুনহা। কিন্তু তাঁর নিচু শট বাঁচিয়ে দেন বিপক্ষ গোলকিপার ফ্লোরিয়ান মুলার। তবে দু’মিনিট পরেই প্রথম গোল রিচার্লিসনের। একক দক্ষতায় করা রিচার্লিসনের তৃতীয় গোল নজর কেড়েছে।

৫৭ মিনিটে এক গোল শোধ করেন নাদিয়েম আমিরি। ৬৩ মিনিটে ম্যাক্স আর্নল্ড লাল কার্ড দেখায় ম্যাচের বাকী সময় দশ জনকে নিয়ে খেলতে হয় জার্মানিকে।

তারপরেও ডেভিড রাউম এক গোল করে প্রত্যাবর্তনের আশা দেখিয়েছিলেন। কিন্তু অতিরিক্ত সময়ে গোল করে ব্রাজিলের জয় নিশ্চিত করেন পাউলিনহো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments